ভিডিও চিত্রে ‘সূর্যের এক দশক’ প্রকাশ

২৯ জুন, ২০২০ ০১:২৬  
গত এক দশকে পৃথিবীর জীবনযাত্রা অনেকখানি বদলেছে। বদলেছে জলবায়ু, পৃথিবীর বুকে বাস করা প্রাণীকুলের জীবনযাপন। তেমনই থেমে থাকেনি মহাবিশ্বও। গত ১০ বছরে সৌরজগতের প্রধান অভিভাবক ‘সূর্যের’ কতটা পরিবর্তন হয়েছে,এক ঘণ্টার ভিডিওতে সেই মুহূর্তগুলো তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। খালি চোখেই দেখা যাবে সেই ভিডিও। এক বিবৃতিতে নাসা বলেছে, মহাকাশ গবেষণা সংস্থাটি সম্প্রতি সূর্যের ওই ভিডিও প্রকাশ করেছে। নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও) এক দশক ধরে সূর্যকে বিরতিহীন পর্যবেক্ষণ করে যাচ্ছে। পৃথিবীকে প্রদক্ষিণরত এই মহাকাশযান ২০১০ সাল থেকে এ পর্যন্ত সূর্যের ৪২ কোটি ৫০ লাখ উচ্চ মানের ছবি তুলেছে। এসব ছবি দিয়েই তৈরি করা হয়েছে ভিডিওটি। ‘সূর্যের এক দশক’ শীর্ষক ওই ভিডিওর দৈর্ঘ্য ৬১ মিনিট। সূর্যের এই গবেষণা শুরু হয়েছিল ২০১০ সালে ২ জুন থেকে। চলতি বছর ১ জুন পর্যন্ত গত দশ বছর ধরে সূর্যকে ক্যামেরাবন্দি করা হয়। এই টাইম ল্যাপ্স ভিডিও প্রতি সেকেন্ডে এক দিন হিসাবে ধরা হয়েছে। ইউটিউবে এমন মহাজাগতিক দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।